তৃতীয়ার ভিড় ছাপিয়ে গেল গত বারের ষষ্ঠীকে! রেকর্ড গড়ল কলকাতা মেট্রো 

পুজোয় রাস্তার যানজট এড়াতে অনেকেই ভরসা রাখছেন মেট্রোতে। ঠাকুর দেখা হোক বা অন্যান্য কাজ বেশিরভাগ মানুষই পাতাল রেলে যাতায়াতে করছেন। পুজোর ক’টা দিন জনতার চাপ সামলাতে সারা রাত মেট্রো চালানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এর মধ্যেই মেট্রোর তরফে একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করা হল। গত বার ষষ্ঠীতে মেট্রোর যা ভিড় হয়েছিল, এবারে তৃতীয়াতেই তার থেকে বেশি সংখ্যক মানুষ মেট্রো চেপেছেন। তৃতীয়াতেই ভিড়ের নিরিখে রেকর্ড গড়ল কলকাতা মেট্রো। 

মেট্রোর তরফে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুট অর্থাৎ কলকাতা মেট্রোর ব্লু লাইনে তৃতীয়তেই সাত লক্ষ টপকেছে ভিড়। ২০২২-এর পুজোতে যেখানে ষষ্ঠীর দিন সাত লক্ষের সীমা ছাড়িয়েছিল। জানা গিয়েছে, মঙ্গলবার অর্থাৎ তৃতীয়ার দিন দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে যাতায়াত করেছেন ৭,০৬,৬৫৭ যাত্রী। যেখানে গত বার ষষ্ঠীর দিন যাত্রীদের ভিড় সাত লক্ষ্য পেরিয়েছিল। 

Comments are closed.