এবার আড়াই মিনিট পর পর মেট্রো; যাত্রী সুবিধায় বিশেষ উদ্যোগ নিচ্ছে কলকাতা মেট্রো 

মেট্রো পরিষেবা আরও দ্রুত করতে উদ্যোগ নিচ্ছে কলকাতা মেট্রো। ৫ মিনিটের বদলে এবার মেট্রো মিলবে আড়াই মিনিট অন্তর। তেমনটাই উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো। বৃহস্পতিবার কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, দমদম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত বসানো হবে অ্যালুমিনিয়ামের থার্ড লাইন। এই কাজের জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। দমদম টালিগঞ্জ রুটে দু’বছরের মধ্যেই এই কাজ সমাপ্ত হবে বলে জানিয়েছে।

এই অ্যালুমিনিয়ামের থার্ড লাইন ইতিমধ্যেই ইস্ট ওয়েস্ট এবং জোকা তারাতলা লাইনে বসানো হয়েছে। ভবিষৎ-এ নতুন সব রুটেই এই অ্যালুমিনিয়ামের থার্ড লাইন বসানো হবে।

অ্যালুমিনিয়ামের থার্ড লাইনের বিশেষত্ব, এতে ভালো বিদ্যুৎ সঞ্চলনের ক্ষমতা থাকায় ভোল্টেজ ড্রপের কারণে যে শক্তি অপচয় হয় তা কমে যাবে। যার জেরে মেট্রো চলাচলে আরও কম সময় লাগাবে। ফলে দুটো মেট্রোর মাঝের ব্যবধানের সময় আরও কমবে। যার জেরে আড়াই মিনিট অন্তর মেট্রো চালানো সম্ভব হবে।

Comments are closed.