সুড়ঙ্গে আটকে মেট্রো, ১ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক

কলকাতা মেট্রোয় বিভ্রাট। সুড়ঙ্গের মধ্যে আটকে থাকল ট্রেন। সোমবার শোভাবাবাজার স্টেশন ছাড়িয়ে কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে কবি সুভাষগামী মেট্রো। প্রায় ১ঘণ্টা সুড়ঙ্গের মধ্যে আটকে থাকে ট্রেন। মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির জেরে এই দুর্ঘটনা।

নববর্ষের দিন ময়দান মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন অনির্বাণ আদ্যি নামে বছর পঁয়ত্রিশের এক যুবক। শিয়ালদার মুচিপাড়া এলাকার বাসিন্দা তিনি। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো ময়দান স্টেশনে ঢোকার সময় ঝাঁপ দেন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কয়েকবছর আগে বিদ্যুৎ বিভ্রাটের জেরে সুড়ঙ্গের মধ্যে দাঁড়িয়ে পড়েছিল মেট্রো। প্রায় ১৫ মিনিট অন্ধকারে আটকে ছিলেন যাত্রীরা। ২০১৮ সালে মহাত্মা গান্ধী রোড ও গিরিশ পার্ক স্টেশনের মাঝে দমদমগামী একটি রেক আটকে গিয়েছিল।

Comments are closed.