বিদ্যুৎ বিভ্রাট হলেও অন্ধকার সুড়ঙ্গের মধ্যেই মেট্রো আটকে পড়তো। স্বল্প সময়ের জন্য হলেও সাধারণ যাত্রীদের আতঙ্কের মধ্যে কাটাতে হতো। তবে এবার থেকে আর তেমন পরিস্থিতি হবে না। বিদ্যুৎ বিপর্যয় হলেও সুড়ঙ্গের মধ্যে চলবে মেট্রো। যাত্রীদের আর আতঙ্কের মধ্যে কাটাতে হবে না। তেমনই ব্যবস্থা করছে কলকাতা মেট্রো। নতুন এই প্রযুক্তির নাম ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’ (বিইএসএস)। দক্ষিণেশ্বর কবি সুভাষ রুটে বসানো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে বিদ্যুৎ বিভ্রাটে শুধু যে মেট্রো সচল থাকবে তাই নয়, মেট্রো চালাতে বিদ্যুতের সাশ্রয়ও হবে অনেকটা।
রবিবার মেট্রোর তরফে জানানো হয়েছে, নতুন এই পদ্ধতি ব্যবহারের জেরে সুড়ঙ্গের মধ্যে আর মেট্রো আটকে পড়বে না। বিদ্যুৎ বিভ্রাট হলেও পরের স্টেশন পর্যন্ত মেট্রো রেকটি যেতে সক্ষম হবে। এবং তাৎপর্যপূর্ণ বিষয়, দেশের মধ্যে কলকাতা মেট্রোতেই প্রথম এ ধরণের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
জানা গিয়েছে, নোয়াপাড়া, শ্যামবাজার, সেন্ট্রাল এবং যতীন দাস পার্ক, এই চারটি সাবস্টেশনে বসানো হবে এই প্রযুক্তি। মেট্রোর তরফে ইতিমধ্যেই একটি দরপত্র প্রকাশ করা হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।
Comments are closed.