মুখ্যমন্ত্রী, অভিষেক ব্যানার্জি সহ অনেকের সম্পর্কে অশালীন ভাষায় মন্তব্য, অবশেষে গ্রেফতার করা হল ইউটিউবার রোদ্দুর রায়কে। মঙ্গলবার কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা গোয়া থেকে ইউটিউবারকে গ্রেফতার করে। বুধবারই তাঁকে কলকাতায় আনা হচ্ছে। ব্যাংকসাল কোর্টে তোলা হবে তাঁকে।
ইউটিউব যথেষ্ট জনপ্রিয় রোদ্দুর রায়। এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরনাম উঠে এসেছেন তিনি। সঙ্গীতশিল্পী কেকে’র মৃত্যুর পর একটি ফেসবুক লাইভ করেন রোদ্দুর রায়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি, মেয়র ফরহাদ হাকিমকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন। আক্রমণ করেন সাংসদ অভিষেক ব্যানার্জি, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও। এই ঘটনার পরই রোদ্দুর রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে হেয়ার স্ট্রিট সহ বেশ কয়েকটি থানায়। কলকাতার পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন তৃণমূল সাংসদ শান্তনু সেনও। এই অভিযোগের ভিত্তিতেই অবশেষে রোদ্দুর রায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশ।
এই প্রথম নয়, এর আগেও রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। রবীন্দ্রনাথের গান বিকৃত করা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় অশালীন ভাষায় ভিডিও তৈরি। এসবের ভিত্তিতে রোদ্দুর রায়ের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
Comments are closed.