ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। শনিবার ভোরে ডেঙ্গিতে প্রাণ গেল কলকাতা পুলিশের এক এএসআইয়ের। নিহত পুলিশকর্মীর নাম উৎপল নস্কর। বয়স ৫৪ বছর। লালবাজারে কর্মরত ছিলেন তিনি। বাঁশদ্রোণী এলাকায় ফ্ল্যাটে থাকতেন।
মোমিনপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। গত রবিবার জ্বর আসে। সোমবার চিকিৎসকের কাছে গেলে তাঁকে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দেওয়া হয়। রিপোর্ট পজিটিভ আসায় বৃহস্পতিবার মোমিনপুরের বেসরকারি হাসপাতালে ভরতি হন তিনি। শনিবার ভোরে মৃত্যু হয় তাঁর।
অন্যদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে চলতি সপ্তাহে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৬৬৬ জন। সরকারি হাসপাতালে ভর্তি ২ হাজার ১২৭ জন। এদের মধ্যে ১৫.৯ শতাংশ জটিল সমস্যায় ভুগছেন। স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও দার্জিলিং এই জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি।
সবথেকে বেশি আক্রান্ত হচ্ছেন হাওড়া জেলায়। সেই জেলায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮৬৪ জন। এরপরই নাম রয়েছে কলকাতার। কলকাতায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৪৭ জন। তৃতীয় স্থানে আছে পূর্ব মেদিনীপুর। সেখানে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২০৯ জন। রাজ্যের মধ্যে সবথেকে কম আক্রান্তের সংখ্যা ঝাড়গ্রামে। সেখানে মাত্র ৭৯ জন।
ডেঙ্গি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, কোনও বাড়িতে ডেঙ্গি রোগীর সন্ধান দেখা দিলেই সেই বাড়ির চারিপাশে ব্লিচিং ছড়াতেই হবে।
Comments are closed.