রবিবারের ভোর। হঠাৎই সাদা পোশাকে ময়দান এলাকায় সাইকেল চালাতে দেখা গেল কলকাতার নগরপাল সৌমেন মিত্রকে। সঙ্গে ছিলেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা এবং ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। ভিক্টোরিয়া, প্রিন্সেপ ঘাট সহ ময়দানের বিস্তীর্ন এলাকা সাইকেল চালিয়ে ঘুরলেন কলকাতা পুলিশ কমিশনার।
Today morning Ld CP reviewed security arrangements for morning walkers in Maidan area with senior officers. #WeCareWeDare pic.twitter.com/OhvnsTviqN
— Kolkata Police (@KolkataPolice) July 18, 2021
গত বুধবার ময়দান এলাকায় এক প্রাতঃভ্রমনকারীর উপর হামলা চালায় কয়েকজন ছিনতাইবাজ। এদিন সকালে এক ব্যক্তি ময়দানে এলাকায় হাঁটতে গিয়েছিলেন, এমন সময় স্কুটিতে করে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে ওই যুবকের মানিব্যাগ, মোবাইল এসব কেড়ে নেওয়ার চেষ্টা করে। যুবকটি বাঁধা দেওয়ায় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিতে থাকে দুষ্কৃতীরা। যুবকটি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। দুষ্কৃতীরা যুবকের মোবাইল নিয়ে চম্পট দেয়।
খাস কলকাতা এধরনের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রাতঃভ্রমনকারীদের নিরপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
এই ঘটনার পরেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। সাদা পোশাকে এবং উর্দি পরা প্রচুর পুলিশ নিয়োগ করা হয় ময়দান এলাকায়। আর পুলিশের নিরপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই এদিন আচমকা সাদা পোশাকে অভিযান চালান কলকাতার পুলিশ কমিশনার। দীর্ঘক্ষণ ধরে তিনি সাইকেল চালিয়ে এলাকা পরিদর্শন করেন।
Comments are closed.