করোনার কারণে গত দু’বছর পুজোর সেই চেনা ছবিটা কার্যত দেখা যায়নি। তবে এ বছর পরস্থিতি স্বাভাবিক। তার ওপর ইউনেস্কো থেকে স্বীকৃতি। সব মিলিয়ে এ বছরের পুজো বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তাই রেকর্ড পরিমান ভিড় হতে পারে এ বছর পুজোয়। এমনটাই মনে করছে কলকাতা পুলিশ। ভিড় নিয়ন্ত্রণ এবং যান চলাচলে বাড়তি ব্যাবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। এমনটাই খবর।
রবিবার কলকাতার বড় পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক করেন কলকাতা পুলিশের কর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন নগরপাল বিনীত গোয়েলও। তিনি জানিয়েছেন, ইউনেস্কো কলকাতার পুজোকে হেরিটেজ তকমা দিয়েছে। তাই এ বছরটা বিশেষ। প্রচুর ভিড় হওয়ার সম্ভবনা রয়েছে। দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থী আসতে পারেন। পুজো যাতে সুষ্ঠভাবে কাটে তার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ।
যান নিয়ন্ত্রণ নিয়েও পুলিশকে আরও তৎপর থাকার অনুরোধ করেছেন পুজো কমিটির কর্তারা। গাড়ি পার্কিং নিয়েও একগুচ্ছ নতুন পরিকল্পনা করা হয়েছে। পাশপাশি মোটরবাইকের তাণ্ডব কমানোরও আর্জি জানানো হয়েছে পুলিশের কাছে।
এদিনের বৈঠকে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদেরও কর্তারা উপস্থিত ছিলেন। পুজোর ক’দিন যাতে শব্দ সন্ত্রাস না হয় সেদিক পুলিশকে নজর রাখতে বলছে পর্ষদের কর্তারা। বদ্ধ বা খোলা জায়গা যে কোনও প্যান্ডেলেই যাতে কোনওভাবে ডিজি সাউন্ড বক্সের ব্যবহার না হয়, তা নিয়ে পুলিশকে কড়া অবস্থানেরও আর্জি জানিয়েছেন দূষণ পর্ষদের কর্তারা।
Comments are closed.