সোশ্যাল মিডিয়ায় সাহায্যের নামে প্রতারণা রুখতে তৎপর কলকাতা পুলিশ
ফোন নম্বর, ই-মেল আইডি শেয়ার করে জানাল কলকাতা পুলিশ
অতিমারি পরিস্থিতিতে অক্সিজেন, রক্তের প্লাজমা, হাসপাতালের বেড আর গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে যদি কালোবাজারির শিকার হন, তৎক্ষণাৎ আমাদের জানান। ফোন নম্বর, ই-মেল আইডি শেয়ার করে জানাল কলকাতা পুলিশ।
করোনা অতিমারি চলাকালীন সুযোগ বুঝে মানুষকে সাহায্যের নামে কালোবাজারি শুরু হয়েছে। ২০০ টাকার ওষুধের দাম উঠছে ২০ হাজার টাকা। খোলা বাজারে অমিল অক্সিজেনের ফ্লো মিটার বিকোচ্ছে ১০ গুণ বেশি দামে। এবার সেই প্রতারকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবে কলকাতা পুলিশ।
বুধবার কলকাতা পুলিশের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে এমনই একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে বলে হয়েছে, অতিমারি পরিস্থিতিতে অক্সিজেন, রক্তের প্লাজমা, হাসপাতালের বেড আর গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে যদি কেউ আপনার সঙ্গে কালোবাজারি করে। অথবা কেউ যদি টাকা নিয়ে আপনাকে জিনিস সরবরাহ না করে। তবে মনে রাখবেন এ ধরনের কার্যকলাপ প্রতারণা এবং কালোবাজারি ছাড়া আর কিছু নয়। তৎক্ষণাৎ আমাদের জানান। কলকাতা পুলিশ জানাচ্ছে, এ বিষয়ে কোনও রকম অভিযোগ করতে যোগাযোগ করুন ৯৮৭৪০ ৯৯৬৪০। এছাড়া ই-মেল করতে পারেন [email protected] এ।
#FraudAlert pic.twitter.com/TFwsHPGoGu
— Kolkata Police (@KolkataPolice) May 13, 2021
রাজ্যে লাগাম ছাড়া করোনার সংক্রমণ। লাফিয়ে বাড়ছে মৃত্যু। এই পরিস্থিতিতে সংক্রমিতের পরিবার অসহায় হয়ে ভরসা রাখছে স্যোশাল দুনিয়ায়। সাধারণ মানুষের এই অসহায়তাকে কাজে লাগিয়ে যারা কালোবাজারি করছে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পথে পুলিশ।
Comments are closed.