শুক্রবারই সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। আর তার ২৪ ঘন্টার মধ্যেই নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল কলকাতা পুলিশ।
মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। গত ২৫ জুন তাঁকে এই মামলায় তলব করে কলকাতা পুলিশ। সে সময় আমহার্স্ট স্ট্রিট থানায় মেল করে চার সপ্তাহের সময় চেয়েছিলেন নূপুর। এর আগে নারকেলডাঙ্গা থানাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই মামলায় ২০ জুন তাঁকে তলব করা হয়েছিল। জানা গিয়েছে, দুই মামলার সূত্রেই নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে কলকাতা পুলিশ।
মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের জেরে গোটা দেশে কার্যত ঝড় বয়ে যায়। অশান্তির আচঁ এসে পড়ে পশ্চিমবঙ্গেও। আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতকে অস্বস্তির মুখে পড়তে হয়। এই আবহে নূপুর শর্মাকে দল থেকে সাসপেন্ড করে বিজেপি। তবে শুক্রবার নূপুর শর্মার পাশপাশি দিল্লি পুলিশের ভূমিকারও কড়া সমালোচনা করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সাফ জানায়, দেশ জুড়ে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে তার জন্য দায়ী নূপুর শর্মার মন্তব্য। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে এফআইআর থাকা সত্তেও দিল্লি পুলিশ কী ব্যবস্থা নিয়েছে তাও জানতে চায় আদালত।
Comments are closed.