বেপরোয়া গতিতে গাড়ি চালানো রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। জরিমানা, গতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে স্পিড ক্যামেরার ব্যবহার। কিন্তু তারপরেও বেপরোয়া গাড়ির গতি যেন কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। রোজই একাধিক চালক, মালিক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন, এমন ঘটনা উঠে আসছে। গতি নিয়ন্ত্রণে এবার চালক, গাড়ির মালিকদের কাউন্সিলং-এর ব্যবস্থা শুরু করছে কলকাতা পুলিশ।
লালবাজার সূত্রে খবর, রোজই ১০ থেকে ১৫টি দু’চাকা চার চাকার গাড়ির বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ জমা পড়ছে থানায়। স্পিড মিটারের সাহায্যে নিয়ম ভঙ্গকারীর সমস্ত তথ্য ট্রাফিক পুলিশের হাতে চলে আসছে। আবার জরিমানা সংক্রান্ত সমস্ত তথ্যও গাড়ির মালিক, চালকদের কাছে পৌঁছে যাচ্ছে। এবার থেকে কলকাতা পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্পিড মিটার থেকে উদ্ধার তথ্যের ভিত্তিত স্থানীয় থানার মাধ্যমে অভিযুক্ত গাড়ির চালক বা মালিককে থানায় ডেকে পাঠান হবে। তারপর, অভিযুক্ত গাড়ির মালিক বা চালককে বোঝানো হচ্ছে, কত গতিতে গাড়ি চালানো হয়েছে এবং কত গতিতে তা চালানো উচিত ছিল। এক পুলিশকর্তা জানান, মালিক ও চালকদের কাউন্সেলিং করা হচ্ছে, যাতে ভবিষ্যতে তাঁরা গাড়ি চালানোর সময়ে সতর্ক থাকেন। পাশাপাশি, বিধি ভাঙায় জরিমানার টাকাও দ্রুত মেটাতে বলা হচ্ছে তাঁদের
Comments are closed.