বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের আচঁ এসে পড়েছে এ রাজ্যেও। হাওড়ার একংশে অশান্তি থামলেও রবিবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ায়। আর এই আবহে এবার নূপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ। আগামী ২০ জুন তাঁকে নারকেলডাঙা থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পয়গম্বর মন্তব্যে প্রতিবাদের নামে রাজ্যের কয়েকটি জায়গায় তান্ডব চালিয়েছে একদল বিক্ষোভকারী। গত বৃহস্পতিবার দীর্ঘ ১১ ঘন্টা হাওড়ার একাংশে জাতীয় সড়ক অবরোধ করে একদল প্রতিবাদী। শুক্রবারেও একই ঘটনা ঘটাতে গেলে অবরোধ তুলতে তৎপর হয় পুলিশ। এই অবস্থায় পাঁচলা, উলুবেরিয়া, ধূলাগড় সহ হাওড়ার কয়েকটি জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। রবিবারের মধ্যে হাওড়ার পরিস্থিতি স্বাভাবিক হলেও উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের রেজিনগর এলাকায়। নদিয়ারও কয়েকটি জায়গায় উত্তেজনার আচঁ এসে পড়ে। এই ঘটনায় ইতিমধ্যেই অনেককে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, গত শনিবার পূর্ব মেদনীপুরের কাঁথি থানায় নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল। নূপুর শর্মার গ্রেফতারের দাবি জানিয়ে বিজেপিকেও তীব্র আক্রমণ শানান। সব মিলিয়ে নূপুর শর্মাকে কলকাতা পুলিশের তলব ঘিরে ফের একবার নয়া মোড় নিল পয়গম্বর বিতর্ক।
Comments are closed.