পুজোয় উত্তরবঙ্গে বাসে ভ্রমণ করতে চান। যাত্রীদের জন্য পুজোর আগে বিশেষ উপহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC) র। চতুর্থীর দিন থেকে কলকাতা থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত এসি বাস পরিষেবা চালু হল।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এসি বাসে কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে কলকাতা যেতে খরচ হবে ১২০০ টাকা। সন্ধ্যা ৭টার সময় শিলিগুড়ি ও কলকাতা থেকে এসি বাস ছাড়বে।
পুজোর আগে এই বাস পরিষেবা চালু হওয়ায় খুশি পর্যটকরা ও নিত্য যাত্রীরা। অন্যদিকে গত বছর পুজোর আগে শুরু হয়েছিল ‘সবুজের পথে হাতছানি’। পর্যটকদের জন্য আবারও সুখবর এনেছে ‘সবুজের পথে হাতছানি’ প্রকল্প। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম পর্যটকদের কথা মাথায় রেখে নতুন প্যাকেজ ট্যুর পরিকল্পনা করেছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে পর্যটকরা বুকিং করতে পেরেছেন ‘সবুজের পথে হাতছানি’।
বিভিন্ন দামের প্যাকেজগুলিতে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন পর্যটকরা।
Comments are closed.