NHRC রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত, দল হাইকোর্টের রায় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে, টুইট কুণাল ঘোষের
ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের রায়ে অখুশী তৃণমূল। তাই সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনাচিন্তাও চালাচ্ছে রাজ্যের শাসকদল। এই বিষয়ে টুইটে ক্ষোভপ্রকাশ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লিখেছেন, হাইকোর্টের নির্দেশ নিয়ে প্রকাশ্য বিরোধিতা করা যায় না। ওঁরা নির্দেশ দিয়েছেন। সরকার এবং দলের শীর্ষ নেতৃত্ব এই নির্দেশ খতিয়ে দেখে প্রতিক্রিয়া জানাবেন। সম্ভাব্য আইনি দিকগুলি বিবেচিত হবে। আমরা মনে করি জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে হাই কোর্ট নিয়ে এখন কোনও মন্তব্য করছি না।
HC order নিয়ে প্রকাশ্য বিরোধিতা করা যায় না। ওঁরা নির্দেশ দিয়েছেন। সরকার এবং দলের শীর্ষ নেতৃত্ব এই নির্দেশ খতিয়ে দেখে প্রতিক্রিয়া জানাবেন। সম্ভাব্য আইনি দিকগুলি বিবেচিত হবে। আমরা মনে করি NHRCর রিপোর্ট সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে HC নিয়ে এখন কোনো মন্তব্য করছি না।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 19, 2021
তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, এই রায়ে অখুশি। কারণ, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। সেখানে সিবিআইয়ের হস্তক্ষেপ করা ঠিক না। রাজ্য সরকার নিশ্চয়ই এর বিচার করবে এবং প্রয়োজন মনে করলে আপিলে যাবে। এটাকে আটকানোর চেষ্টা করা হবে।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। বাড়িতে অগ্নিসংযোগ সহ ভাঙচুরের মতো কম গুরুত্বপূর্ণ মামলার তদন্তে ৩ সদস্যের সিট গঠনের নির্দেশ দিয়েছে।
Comments are closed.