শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবিতে এবার সরব কুণাল ঘোষ। মঙ্গলবার শুভেন্দু অধিকারী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে আগামী সপ্তাহে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এবার কুণাল ঘোষ টুইটে শুভেন্দু অধিকারীকে পাল্টা জবাব দিয়ে বলেন, ওওওওও শুভেন্দু, দলত্যাগবিরোধী আইন নিয়ে এত কথা কাকে শেখাচ্ছো? তোমার বাবা এখন কোন দলে?
ওওওওও শুভেন্দু,
দলত্যাগবিরোধী আইন নিয়ে এত কথা কাকে শেখাচ্ছো?
তোমার বাবা এখন কোন দলে?
অন্যকে নিয়ে বলার হলে আগে প্রকাশ্যে বলো তোমার বাবা শিশির অধিকারী এখন কোন দলে?
দলবদলু পরিবারের আবার বড় বড় কথা !
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 17, 2021
তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ শিশির অধিকারী কোন দলে আছেন প্রশ্ন তোলেন। কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী অলিখিতভাবে এখন বিজেপিতে আছেন। ভোটের আগে তাঁকে অমিত শাহের মঞ্চে দেখা গিয়েছিল। কুণাল ঘোষের প্রশ্ন শিশির অধিকারী এখনও তৃণমূল সাংসদ পদ ছাড়েননি। তবে মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর কীভাবে তাঁর বিধায়ক পদ খারিজের দাবি করতে পারেন শুভেন্দু অধিকারী? তিনি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, দলবদলু পরিবারের আবার বড় বড় কথা !
উল্লেখ্য, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে আগামী সপ্তাহেই হাইকোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন মুকুল রায়। এরপর তিনি যোগ দেন তৃণমূলে। তৃণমূলে যোগ দেওয়ার পরেই শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি বাংলা। আমি বিরোধী দলনেতা হিসেবে বলছি, দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে দেখাব।
Comments are closed.