ফের তলব করা হল কুণাল ঘোষকে। ৮ মার্চ ফের তাঁকে তলব করেছে ইডি। সারদা কাণ্ডে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে সাড়ে ৬ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে কুণালের। তৃণমূলের মুখপাত্রের বয়ান রেকর্ড করা হয়। ইডি সূত্রের খবর ৮ মার্চ ফের তাঁকে তলব করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় কুণালকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়।
সেইমত হাজিরা দেন কুণাল। তলবের প্রসঙ্গে কুণাল জানান, তদন্তে সব রকমের সাহায্য আগেও করেছি এখনও করব। অনেক নথি জমা দিয়েছি, প্রয়োজনে ফের নথিপত্র নিয়ে যাব।
সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠি নিয়ে কুণাল ঘোষ দাবি করেন, সেই চিঠিতে মুকুল রায় সহ একাধিক বিজেপি নেতার নাম রয়েছে। সোমবার তিনি জানান, সুদীপ্ত সেনের চিঠির বিষয় তদন্ত করুক ইডি।
Comments are closed.