নানান দাবিতে ফের পথে কুড়মি সম্প্রদায়ের মানুষ। কুড়মিদের তফশিলি জাতিভুক্ত করতে হবে, সেই সঙ্গে আরও কয়েকটি দাবিতে বুধবার সকাল থেকে রেল, সড়ক অবরোধ শুরু করেছে আন্দোলনকারীরা। বুধবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি এবং পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ করেছে বিক্ষোভকারীরা। যার জেরে দক্ষিণ পূর্ব রেলের তরফে ইতিমধ্যেই ৪৮টি ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে। পাশাপাশি একাধিক ট্রেনের পথ পরিবর্তন এবং বেশ কয়েকটি ট্রেনের রুটেও কাটছাঁট করা হয়েছে।
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় সব থেকে বেশি অবরোধের প্রভাব পড়েছে। চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েছে নিত্যযাত্রীরা। রাস্তায় বেরিয়ে অনেকেরই দিশাহারা অবস্থা। ট্রেন বাতিলের জেরে বাঁকুড়াতেও অবরোধের প্রভাব পড়েছে। এর মাঝেই ঝাড়গ্রামে ৬ নম্বর জাতীয় সড়কেও অবরোধ শুরু হয়েছে।
বুধবার সকাল থেকেই বিক্ষোভকারীরা রেল লাইনে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেছে। লাইনে বসেই ধামসা মাদল বাজিয়ে স্লোগান দিচ্ছে। ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধের জেরে বহু গাড়ি আটকে। এদিকে ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রা পথও বদলে দেওয়া হয়েছে। পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস, আদ্রা পুরুলিয়া এক্সপ্রেস স্পেশাল সহ মোট ৪৮টি ট্রেন বাতিলের কথা আগেই জানানো হয়েছিল দক্ষিণ-পূর্ব রেলের তরফে।
Comments are closed.