অনড় কুড়মি সমাজ, আজও অব্যাহত ‘রেল রোকো’; বাতিল একগুচ্ছ ট্রেন   

মঙ্গলের পর বুধবার। অব্যাহত রেল অবরোধ। দাবিতে আজও অনড় কুড়মি সমাজের প্রতিনিধিরা। বুধবারও তাঁরা পারুলিয়ার কুঁশতাড় স্টেশন সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। ব্যাহত হচ্ছে রেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ যাত্রীরা। 

কুড়মি-মহাতোরা নিজেদের আদিবাসী সম্প্রদায়ভুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন। মঙ্গলবার তাঁদের আন্দোলন চরমে পৌঁছায়। পুরুলিয়ার আদ্রা ডিভিশনের কুঁশতাড় স্টেশনে নেমে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের একাংশ রেল লাইন শুয়ে পড়েন। একাধিক ট্রেন বাতিল করতে হয়। শুধু রেল পথই নয়, পাশেই ৫ নম্বর জাতীয় সড়কে উঠে পড়েন বিক্ষোকারীরা। সারি দিয়ে দাঁড়িয়ে পরে বাস, লড়ি। সব মিলিয়ে কুড়মি সমাজের আন্দোলন ঘিরে পুরুলিয়ার একাংশের যোগাযোগ ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে যায়। পশ্চিমবঙ্গের পাশপাশি আন্দোলনের আচঁ পৌঁছেছে ঝাড়খণ্ড ওড়িশাতেও। 

দক্ষিণপূর্ব রেলের তরফে এদিনও একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে, হাওড়া টিটলাগড় এক্সপ্রেস, ঝাড়গ্রাম ধামুয়া এক্সপ্রেস, ঝাড়গ্রাম পারুলিয়া মেমু স্পেশাল, টাটানগর আসানসোল মেমু স্পেশাল সব বহু ট্রেন। 

Comments are closed.