বিমানবন্দরে হিন্দি এবং ইংরেজি ভাষার পাশাপাশি শোনা যাচ্ছে সংস্কৃত ভাষা। বুধবার বারাণসী বিমানবন্দরে যাত্রীরা সাক্ষী থাকল এই ঘটনার। এখানকার লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা ভাইরাস সম্পর্কে যাত্রীদের সচেতন করা হচ্ছে সংস্কৃত ভাষায়।
এদিন যাত্রীরা খুব খুশি সংস্কৃত ভাষা শুনে। কম গিয়েছে, গত শুক্রবার থেকে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে সংস্কৃত ভাষায় যাত্রীদের করোনার সতর্কতা বার্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের তরফ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষ বৈঠকে সিদ্ধান্ত নেয়, অতি প্রাচীন সংস্কৃত ভাষাকে মনে রাখতে এবং বিশেষ সম্মান জানাতে করোনা সতর্কতা প্রচার করা হবে। ভারতীয় পড়ুয়াদের মধ্যে এই ভাষার প্রতি আগ্রহ বাড়াতে এবং সাধারণ মানুষকে প্রাচীন ভাষার গুরুত্ব বোঝাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভারতের সব বিমানবন্দরে যাত্রীদের বিভিন্ন তথ্য জানাতে মাইক এবং ডিসপ্লে বোর্ডে ইংরেজি এবং হিন্দি ভাষা ব্যবহার করা হয় ইংরেজি, হিন্দি ও প্রাদেশিক ভাষা। সেইক্ষেত্রে বারাণসী বিমানবন্দর নজির গড়ল।
Comments are closed.