লক্ষ্মীপুজোর পরেই রাজ্যের লক্ষ্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল লক্ষ্মী ভাণ্ডারের টাকা। বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার রাজ্যের ১ কোটির বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সেপ্টেম্বর ও অক্টোবর মাসের টাকা একসঙ্গে ঢুকেছে প্রায় ১ কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
নবান্ন সূত্রের খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্যের খরচ হয়েছে ১ হাজার ৮২ কোটি টাকা। আরও জানা গিয়েছে রাজ্যের ৫৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাবে। রাজ্যের প্রতিটি জেলাশাসকদের খুব দ্রুত সেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা দিয়েছিলেন, তৃতীয়বার ক্ষমতায় এসেই মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করবেন তিনি। কথামত রাজ্যে চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। যদিও উপনির্বাচন থাকার কারণে রাজ্যের শাসক দলের প্রকল্পের টাকা যাচ্ছে না কোচবিহার, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই চার জেলার মহিলারা নভেম্বর মাসে একসঙ্গে সেপ্টেম্বর, অক্টোবর আর নভেম্বর মাসের টাকা একসঙ্গে পাবেন।
এই প্রকল্পে তপশিলি জাতি উপজাতি মহিলারা মাসে ১০০০ টাকা ও সাধারণের জন্য মাসে ৫০০ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে।
Comments are closed.