স্কচ অ্যাওয়ার্ড পেল বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প, রাজ্যের মুকুটে আরও এক পালক

রাজ্যের মুকুটে আরও এক নয়া পালক। এবার স্কচ অ্যাওয়ার্ড পেল বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই খবর টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানান, এই ঘোষণা করতে পেরে খুব গর্বিত যে, পশ্চিমবঙ্গের কল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নারী ও শিশুকল্যাণ বিভাগে স্কচ পুরস্কার পেয়েছে। নারীর ক্ষমতায়ন সবসময়ই আমাদের কাছে অগ্রাধিকার পায়।

https://twitter.com/MamataOfficial/status/1586060693308334080?t=481HjYwx56Bg7xz-Wmelmw&s=19

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সব প্রকল্পের ঘোষণা করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের মাসে মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়।
২৫ থেকে শুরু করে ৬০ বছর বয়স পর্যন্ত সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পান।
দুয়ারে সরকার কর্মসূচি চালু হলে দেখা যায় সবথেকে বেশি আবেদন জমা পড়ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে।

২০২১ সালে অ্যাওয়ার্ড অব এক্সেলেন্সে সম্মানিত করা হয় দুয়ারে সরকার কর্মসূচিকেও। জানা গিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে ফের একবার রাজ্যে শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি। যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আর এবারও দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে দুয়ারে সরকার থেকেই। আর এবারও লক্ষ্মীর ভান্ডারের জন্য বেশি আবেদন পত্র জমা পড়বে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা করে পান মহিলারা। কিন্তু শোনা যাচ্ছিল এই টাকার পরিমাণ বাড়তে পারে। ৫০০ থেকে বেড়ে সেই টাকা বেড়ে ৭০০ কিংবা ৭৫০ টাকা হতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য দেওয়া হয়নি রাজ্যের তরফে।

Comments are closed.