প্রকাশিত হবে লতা মঙ্গেশকরের স্মারক ডাকটিকিট, ঘোষণা কেন্দ্রের

প্রকাশিত হবে লতা মঙ্গেশকরের স্মারক ডাকটিকিট, ঘোষণা কেন্দ্রের। সুরসম্রাজ্ঞি লতা মঙ্গেশকরের স্মারক ডাকটিকিট প্রকাশ করবে কেন্দ্র। রেল, যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ একথা জানান। একটি আলোচনাচক্রে ভাষণ দেওয়ার সময় তিনি জানান, কেন্দ্রীয় সরকারের লতা মঙ্গেশকরের নামে স্মারক ডাকটিকিট প্রকাশের চিন্তা-ভাবনা করছে।

ভারতীয় ডাক বিভাগ অতীতে বহু বিশিষ্ট ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাতে প্রকাশ করেছে স্মারক ডাকটিকিট। রবিবার মারা যান প্রবাদ প্রতিম শিল্পী লতা মঙ্গেশকর। কোভিড সংক্রমিত হয়ে মুম্বইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়।

Comments are closed.