স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর; শনিবার থেকে বৃষ্টি কমছে দক্ষিণবঙ্গে
অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। কয়েকদিন টানা বৃষ্টির পর শেষমেশ বৃষ্টি বিদায়ের খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে বৃষ্টি কমছে দক্ষিণবঙ্গে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে বলেও জানা গিয়েছে।
মাঝের কয়েক দিন টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে হাওয়া অফিসের খবর অনুযায়ী, নিম্মচাপের অভিমুখ বাংলাদেশের দিকে সরে যাওয়ার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হবে। তবে ভারী বর্ষণের পূর্বাভাস নেই।
উত্তরবঙ্গেও ধীরে ধীরে বৃষ্টি কমবে বলে জানা গিয়েছে। তবে শনিবারও উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও সপ্তাহের শেষে বৃষ্টি কমবে বলে খবর।
Comments are closed.