৫ জেলায় তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই; তীব্র গরমে পুড়বে দক্ষিণবঙ্গে; দোলের দিন কেমন থাকবে আবহাওয়া? 

আগেই জানানো হয়েছিল, এবারের দোল উৎসব সাম্প্রতিক অতীতের মধ্যে সবথেকে উষ্ণতম দোল উৎসব চলেছে। দোল এবং হোলির দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, তার শেষ আপডেট দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, মঙ্গল ও বুধবার কলকাতা সহ পার্শবর্তী জেলাগুলোর তাপমাত্রা ৩৫ ডিগ্রি বা তার বেশি থাকবে। তবে পশ্চিমের পাঁচ জেলায় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁইয়ে ফেলবে। যদিও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভবনা নেই বলেই জানা গিয়েছে।  

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমের শুকনো ও গরম বাতাস ঢুকছে রাজ্যে। ঝাড়খণ্ড এবং ওড়িশায় আগামী কয়েকদিনের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। যার জেরে দুই রাজ্যের জেলাগুলোয় কিছুটা মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। এদিকে দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভবনা রয়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। সেখানে দিনের সর্বচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে ছিল। সব মিলিয়ে বসন্ত শেষের আগেই তীব্র গরমে কার্যত গোটা দক্ষিণবঙ্গ পুড়ছে। 

Comments are closed.