শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত; দক্ষিণবঙ্গে কি চেনা ছন্দে ফিরবে বর্ষা?

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ধীরে ধীরে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়াচ্ছে। যার জেরে আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া উল্লেখযোগ্য রদবদল হতে চলেছে। এমনটাই দাবি আলিপুর আবহাওয়া দফতরের।

ঘূর্ণাবর্তের অভিমুখ ওড়িশার দিকে থাকলেও এ রাজ্যেও প্রায় প্রতিটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানানো হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দিনভর মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে মাঝে মধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে প্রতিটি জেলা। এর মধ্যেই একটি আশঙ্কার খবর দিয়েছে আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি মিটবে না, উপরন্তু ঘাটতি আরও প্রকট হবে বলেই মনে করা হচ্ছে।

খাতায় কলমে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনও সেই অর্থে ভারী বৃষ্টি দেখা যায়নি। উল্টে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অদ্রতাজনিত অস্বস্তি থাকছেই। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে কবে পুরোদমে বর্ষা প্রবেশ করবে এখন তারই অপেক্ষায় দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

Comments are closed.