ব্রিগেডের পর এবার যৌথভাবে পথে নামতে চলেছে বাম-কং-সিদ্দিকির জোট। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ কর্মসংস্থানের দাবিতে ৬ মার্চ মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। বাম সূত্রের খবর, মিছিল শুরু হবে এন্টালি থেকে, শেষ হবে মহাজাতি সদনে।
মিছিলে থাকবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এছাড়াও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব থাকবে মিছিলে। থাকতে পারেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকিও।
বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম। পেট্রোল ডিজেলের দামবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে। দেশজুড়ে চলছে অর্থনৈতিক মন্দা। বেকারদের কাজ নেই। মিছিল থেকে মূলত এইসবের বিরুদ্ধেই প্রতিবাদ জানাবে বামেরা বলেই জানা গিয়েছে। মিছিলে অংশগ্রহণ করার জন্য রাজ্যের সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন করেছে বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ।
[আরও পড়ুন- হাথরসের ঘটনা টেনে সৌরভকে অশোক: তোমাকে রাজনীতিতে দেখতে চাই না]
উল্লেখ্য, বাম, কংগ্রেস, আইএসএফের আসন রফা কার্যত চূড়ান্ত হয়েছে। বামেদের মধ্যস্থতায় আইএসএসএফকে আসন ছাড়তে রাজি হয়েছে কংগ্রেস। মূলত জোটের ক্ষেত্রে কে কোন আসনে লড়বে, কার কোন আসন পছন্দ, তাই নিয়ে দ্বন্দ্ব তৈরী হয়েছিল। জানা গিয়েছে, কংগ্রেসকে ৯২ টি আসন বুঝিয়ে দেওয়া হয়েছে। আইএসএফ ৩৭ থেকে ৩৮ আসনে লড়বে।
Comments are closed.