অনেক রুটেই দেখা যাচ্ছে বেশি বাস ভাড়া নিচ্ছেন বাসের কন্ট্রাক্টররা। এবার এই নিয়ে কড়া নির্দেশিকা জারি করল রাজ্য পরিবহণ দফতর।
পরিবহণ দফতরের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে বাস মালিক সংগঠনগুলিকে। সেখানে বলা হয়েছে, বেশকিছু রুটে দেখা যাচ্ছে যাত্রীদের থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। পরিবহণ দফতরের কাছে এই ধরনের অনেক অভিযোগ এসেছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। চিঠিতে এও বলা হয়েছে, ২০২০ সালের ৩০ ডিসেম্বর মিটিংয়ে যে ভাড়া ঠিক হয়েছিল, সেটাই নিতে হবে যাত্রীদের থেকে।
উল্লেখ্য, করোনার অতিমারিকালে দীর্ঘদিন বন্ধ ছিল যান চলাচল। এরপর ধীরে ধীরে যান চলাচল শুরু হলে দাম পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে বাসভাড়া বৃদ্ধির দাবি জানায় বাস মালিক সংগঠনগুলি। কিন্তু তাতে সায় দেয়নি রাজ্যের পরিবহণ দফতর। পরিবহণমন্ত্ৰী ফিরহাদ হাকিম বৈঠক করেন বাস মালিক সংগঠনের মালিকদের সঙ্গে। কিন্তু বৈঠকের পরেই বাস ভাড়া বৃদ্ধির দাবি মেনে নেননি ফিরহাদ হাকিম। তবুও একাধিক রুটে বেশি ভাড়া নিতে দেখা গেছে।
Comments are closed.