শুরু হল সমকামী ও তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মানুষদের বিনামূল্যে টিকাকরণ
সোমবার কলকাতা ও শিলিগুড়িতে চালু হল টিকাকরণ প্রক্রিয়া
রাজ্যে দৈনিক সংক্রমণে রাশ টানা গেলেও। মৃত্যুর সংখ্যা ১৫০ এর আশেপাশে ঘুরছে। এই পরিস্থিতিতে ৪৫ এর ঊর্ধ্বে টিকাকরণের পাশাপাশি শুরু হল সমকামী ও তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মানুষদের বিনামূল্যে ভ্যাকসিনেশন।
সোমবার কলকাতা ও শিলিগুড়িতে চালু হল টিকাকরণ প্রক্রিয়া। শিলিগুড়িতে LGBT সম্প্রদায়ের প্রায় ৪০০ জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়। পাশাপাশি কলকাতায় টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতাল এবং প্রান্তকথা নামে কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে টিকাকরণের প্রক্রিয়া চালানো হয়।
রবিবার থেকেই LGBT সম্প্রদায়কে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া প্রক্রিয়া চালু হয়েছিল। শিলিগুড়ির তপসিয়া রোডে ৫০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। এবং সোমবার সেখানেই প্রায় ৪০০ জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়।
রবিবার সিরাম ইন্সটিটিউট থেকে ২ লক্ষের বেশি কোভিশিল্ডের ডোজ রাজ্যে এসেছে। সোমবার থেকে শুরু হল দ্বিতীয় দফার লকডাউন। ইতিমধ্যেই রাজ্যে করোনার গ্রাফ নিম্নমুখী। করোনা নিয়ে তীব্র আতঙ্কের মধ্যেই নতুন আশার আলো LGBT সম্প্রদায়ের ভ্যাকসিনেশন।
Comments are closed.