ড্রাইভিং লাইসেন্স নিয়ে বড় সিদ্ধান্ত নিচ্ছে পরিবহণ দফতর; এপ্রিল থেকেই মিলবে নতুন লাইসেন্স 

ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বড় পরিবর্তন আনছে রাজ্যের পরিবহণ দফতর। এবার থেকে গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্টেশন সার্টিফিকেটে এটিএম কার্ডের মতো চিপ লাগানো থাকবে। জানা গিয়েছে, নতুন ধরণের এই কার্ডে চিপের পাশাপাশি একটি কিউআর কোডও থাকবে। ওই কার্ডেই আবেদনকারীর ফোন নম্বর সহ যাবতীয় তথ্য দেওয়া থাকবে। 

পরিবহন দফতর সূত্রে খবর, ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটের পরিবর্তনের জন্য একটি বেসরকারি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। পুরো কাজটাই পরিবহন দফতরের তত্ত্বাবধানে নতুন এই সংস্থাটি করবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই একটি বেসরকারি সংস্থাকে বাছাই করা হয়েছে। এপ্রিল মাস থেকেই গ্রাহকরা নতুন এই ড্রাইভিং লাইসেন্স পাবেন। 

পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন দফতরের গাইড লাইন মেনে নতুন ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্টেশন সার্টিফিকেট তৈরির কাজ হবে। জানা গিয়েছে, ড্রাইভিং লাইসেন্স তৈরিতে যা খরচ হয় তার থেকে অতিরিক্ত ২০০ টাকা বেশি খরচ হবে। আবেদনকারীর যাবতীয় তথ্য অনলাইনে যাচাই করার পর আবেদনকারীর বাড়িতেই ডাক মাধ্যমে নতুন লাইসেন্স পৌঁছে যাবে। 

Comments are closed.