এবার গঙ্গার নীচ দিয়ে ছুটবে গাড়িও; ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলের মতোই তৈরি হচ্ছে সুড়ঙ্গ 

সারা দেশের মধ্যে কলকাতাতেই প্রথম নদীর নীচ দিয়ে মেট্রো যাতায়াত করবে। গঙ্গার নীচে টানেল তৈরির কাজ প্রায় শেষের মুখে। এ খবর তো মোটামুটি সবার জানা। এবার গঙ্গার নীচ থেকে মেট্রোর মতো গাড়িও ছুটবে। সে লক্ষ্যেই ভিন্ন একটি টানেল তৈরির পরিকল্পনা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। 

জানা গিয়েছে, নেতাজি সুভাষ ডক থেকে গঙ্গার এপারে শালিমার বা বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত টানেল প্রস্তুতির পরিকল্পনা নেওয়া হয়েছে। টানেলটি কিছুটা বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরের অনুকরণে তৈরি হবে বলে খবর। টানেলের ভিতর দিয়ে কন্টেনার বোঝাই গাড়ি চলাচলের পাশাপাশি ভবিষ্যতে ট্রেন চালানোরও পরিকল্পনা করা হয়েছে। 

গঙ্গার নীচে কোথায় টানেল হবে, কলকাতার সঙ্গে কোথায় সংযুক্ত হবে তা নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা করা হয়ে গিয়েছে বলে খবর। শহরের যানজট কমাতে এবং দ্বিতীয় হুগলি সেতুর ওপর গাড়ির চাপ কমাতে এই উদ্যোগ বলে দাবি কর্তৃপক্ষের। জানা গিয়েছে, বন্দরের পাশাপাশি, কেএমসি, কেএমডিএ, রেল, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এতে একত্রে কাজ করবে। 

Comments are closed.