ক্ষমতা থাকলে মানুষের ওপর ভরসা রাখুক
বহিরাগত গুণ্ডাদের দিয়ে ভোট নয়
ধরা পড়েছে বাইরের গুণ্ডার
বলছে ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন করা হবে
ত্রিপুরায় কি করেছো?
বহিরাগত গুণ্ডারা কোন কোন বাড়িতে আছে আমার কাছে সব খবর আছে
আমি ছেড়ে কথা বলব না
উত্তরপ্রদেশের গুণ্ডারা বন্দুক নিয়ে এসেছে
সব আশ্রয় নিয়েছে বিজেপির লোকেদের বাড়িতে
ক্ষমতা থাকলে নির্বাচনের ওপর ভরসা রাখুক
হেরে যাবে বলে মীরজাফররা গদ্দারকে নিয়ে এসেছে
শুভেন্দু অধিকারীকে তোপ দেগে মমতা জানান, ওদের তাড়িয়ে দিয়েছি কালকেউটে ছিল
ভেবেছিলাম ভালো, পরে দেখলাম গদ্দার
হেরে যাবে বলে উল্টোপাল্টা অভিযোগ করেছে
অমিত শাহ বলছে ধামাকা করব
কি ধামাকা করবে?
তুমি কি রাক্ষস, মমতাকে গিলে খাবে?
আমাকে গিলে খেলে আমি পেট ফুঁড়ে বেরিয়ে আসব
মা-বোনেদের আশীর্বাদে এক পায়ে হাঁটছি
Comments are closed.