১৫ দিনের বিধি নিষেধ বাড়ল। রাজ্যে ১৫ জুন পর্যন্ত করোনা বিধি নিষেধ জারি থাকবে। প্রথম দফায় ১৫ মে থেকে ৩০ তারিখ পর্যন্ত বিধি নিষেধ জারি করেছিল রাজ্য সরকার। এবার তা বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত কড়া হল। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি জানালেন, রাজ্যে করোনা সংক্রমণ কমছে।
রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে ১৫ দিনের আংশিক লকডাউন জারি হয়েছিল। তা প্রায় শেষ হওয়ার পথে। এবার নবান্ন থেকে জানানো হল, করোনা বিধি নিষেধ চলবে ১৫ জুন পর্যন্ত। অর্থাৎ ১৫ দিন বৃদ্ধি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিধি নিষেধে কোনও পরিবর্তন হচ্ছে না। কেবলমাত্র চটকলে ৩০%-৪০% কর্মী নিয়ে কাজ করা যাবে। বাকি সব নিয়ম একই রয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, একে লকডাউন বলা হচ্ছে কিন্তু আমরা লকডাউন করিনি। কারফিউ লেখা হচ্ছে বিভিন্ন জায়গায়। এটাকে করোনা বিধি নিষেধ বলার আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
Comments are closed.