আগামী ২ সপ্তাহের জন্য রাজ্যে লকডাউন। জরুরী পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সমস্ত কিছু। সাংবাদিক বৈঠক করে জানালেন, রাজ্যের মুখ্যসচিব আলাপন ব্যানার্জি।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক রবিবার সকাল ৬ টা থেকে লকডাউনে কী কী বন্ধ এবং খোলা থাকবে।
সমস্ত রকম সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। বাদ কেবল জরুরি পরিষেবা।
শপিং কমপ্লেক্স, মল, বার, পাব, রেস্তোরাঁ, সুইমিং পুল, ক্যাফে সম্পূর্ণ বন্ধ। পার্ক, উদ্যান বন্ধ থাকবে।
জরুরি পরিষেবা ছাড়া সমস্তরকম সরকারি, বেসরকারী পরিবহণ বন্ধ থাকবে। ট্যাক্সি, অটো, রিকশা, ফেরি বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যকর্মী, সাংবাদিকদের জন্য ছাড়।
বাজার খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত।
সমস্ত সব্জির দোকান, দুধের দোকান, রুটির দোকান, মাছ মাংসের দোকান খোলা থাকবে সকাল ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত।
মুদিখানা এবং মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
পেট্রল পাম্প, গ্যারেজ খোলা থাকবে। খোলা থাকবে ওষুধ ও চশমার দোকান।
ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক সমস্ত রকম জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ।
— West Bengal Police (@WBPolice) May 15, 2021
ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০ টা থেকে বিকেল দুপুর ২ টো পর্যন্ত। তবে এটিএম খোলা থাকবে।
সমস্ত কারখানা, উৎপাদন ক্ষেত্র বন্ধ।
এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে পোল্ট্রি ফার্ম, ডেয়ারি ফার্ম।
চা বাগানে ৫০% এবং জুট মিলে ৩০% কর্মী নিয়ে কাজ চলবে।
কোভিড কেয়ারের সঙ্গে যুক্ত উৎপাদনকারী সংস্থা খোলা থাকবে। ই-কর্মার্স এবং হোম ডেলিভারি চালু থাকবে।
বিয়েবাড়িতে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না।
সৎকারের ক্ষেত্রে ২০ জনের অধিক শ্মশান যাত্রীর জমায়েত করা যাবে না।
রাত ৯টা থেকে সকাল ৫ টা পর্যন্ত জরুরি দরকার ছাড়া বাড়ির বাইরে বেরোনোর উপর নিষেজ্ঞা জারি হল।
লকডাউনের বিধি না মানলে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অতিমারি আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে নবান্ন স্পষ্ট জানিয়ে দিয়েছে।
Comments are closed.