বৃহস্পতিবার থেকে লকডাউন রাজপুর-সোনারপুর বাজার। আগামিকাল অর্থাৎ ২৮ তারিখ ২৯ এবং ৩০ তারিখেও বন্ধ থাকবে সোনারপুরের বাজার, দোকান। বাড়ছে করোনা সংক্রমণ। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সোনারপুর প্রশাসন। শুধুমাত্র খোলা থাকবে অত্যাবশকীয় পন্যের দোকান। প্রশাসনের নির্দেশ মতন বৃহস্পতিবার সকাল থেকেই রাজপুর,গড়িয়া, বালিয়া সহ একাধিক বাজার বন্ধ রয়েছে। অন্যদিকে মাস্ক না পড়ে চলাফেরা করায় এদিন সকালেই গ্রেফতার করা হয় ৭৪ জনকে।
ইতিমধ্যেই রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায় করোনা সংক্রমণ রুখতে ১৯টি মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। রাজপুর-সোনারপুরের পাশাপাশি খড়্গপুর ও মেদিনীপুর শহরেরও ১২টি এলাকাকে মাইক্রো কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
পুজোর পর ফের একবার ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। মঙ্গলবার জেলা শাসকের নির্দেশে রাজপুর সোনারপুর পুরসভার প্রধান কার্যালয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠক থেকেই বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। করোনাবিধি মেনে চলার জন্য মাইকিং করে প্রচার চালাচ্ছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭৬ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। তার মধ্যে শুধুমাত্র কলকাতায় আক্রান্তের সংখ্যা ২৭২।
Comments are closed.