দলবদলের জল্পনার মাঝেই লকেটের সঙ্গে দীর্ঘ বৈঠকে জেপি নাড্ডা, শুধু উত্তরাখণ্ড নিয়ে কথা হয়েছে, দাবি বিজেপি সাংসদের   

বাবুল সুপ্রিয়র দলত্যাগের পাশাপাশি হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জিকে নিয়েও জল্পনা শুরু হয়েছে। আর গুঞ্জনের মাঝেই এবার তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। যার জেরে ফের একবার রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, লকেটের দলত্যাগ আটকাতেই এই ম্যারাথন বৈঠক। 

মঙ্গলবার বিজেপি সভাপতি জেপি নাড্ডা দিল্লিতে তাঁর বাসভবনে লকেটের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। হুগলির বিজেপি সাংসদের দাবি, বৈঠকের বিষয় ভিন্ন ছিল। তিনি সংবাদমাধ্যমকে জানান, উত্তরাখণ্ড-এর বিধাসভা নির্বাচনে দল তাঁকে সহ পর্যবেক্ষক করেছে। জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচন নিয়ে কথা হয়েছে। উনি অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। লকেট আরও দাবি করেন, তাঁর দলবদল নিয়ে যে খবর রটানো হচ্ছে তা বিজেপি সভাপতি জানতেন না। এদিনও দলবদলের জল্পনায় জল ঢেলেছেন তিনি। পাশাপাশি তিনি বলেন, বাংলা থেকে প্রথমবার কোনও মহিলা রাজনীতিককে সর্ব ভারতীয় স্থরে এধরনের সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। 

যদিও রাজনৈতিক মহলের একপক্ষ লকেটের এই দাবি মানতে নারাজ। তাঁদের মতে, উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনের পর্যবেক্ষক করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্ৰহ্লাদ যোশীকে।  সেক্ষেত্রে নির্বাচন নিয়ে কোনও আলোচনা থাকলে তা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে করতেন জেপি নাড্ডা। বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি একজন সহ পর্যবেক্ষকের সঙ্গে কথা বলছেন এরকম নজির আগে দেখা যায়নি। 

সব মিলিয়ে মুকুল রায় থেকে শুরু করে বাবুল সুপ্রিয় একে একে যে ভাবে দল ছেড়েছেন, তাতে লকেট নাড্ডার বৈঠক ঘিরে যে জল্পনা শুরু হয়েছে তা উড়িয়ে দেওয়া যায় না, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।   

Comments are closed.