শুভেন্দুর ট্যুইট ঠিক নয়, জানাল রাজ্য পুলিশ: জেনে নিন কী ঘটনা 

শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বীরভূম সফরের একটি ছবি ট্যুইটে করে চাঞ্চল্যকর অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ওই ছবিতে অনুব্রত মণ্ডলের পাশে সাদা জামা, মুখে সাদা মাস্ক পরা এক ব্যক্তির ছবিতে লাল সার্কেল করে বিরোধী দলনেতা দাবি করেন, ওই ব্যক্তির নাম টুলু মণ্ডল। তাঁর অভিযোগ,টুলু মণ্ডল বেআইনি বলি ও পাথর খাদান নিয়ন্ত্রণ করে থাকেন। টুলু মণ্ডলের নেতৃত্বেই বিপুল টাকার তলাবাজি হয়। এখানেই না থেমে শুভেন্দু আরও লেখেন, এরকম এক ব্যক্তির মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ সফরে থাকা অনেক কিছুরই ইঙ্গিত দেয়। 

সেই সঙ্গে অন্য একটি ট্যুইটে রাজ্য সরকারের কাছে ওই ব্যক্তির উপস্থিতির ব্যাখ্যা চান নন্দীগ্রামের বিধায়ক। পাশপাশি তাঁর খোঁচা, আমি নিশ্চিত এই ব্যক্তিকে যখন তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করবে, মুখ্যমন্ত্রী তখন সম্পূর্ণভাবে এই ঘটনা এড়িয়ে যাবেন। 

আর শুক্রবারই বিরোধী দলনেতার ট্যুইটের স্ক্রিন শট ফেসবুকে পোস্ট করে রাজ্য পুলিশের তরফে জানান হয়, শুভেন্দুর করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রাজ্য পুলিশের ফেসবুক পোস্টে বলা হয়েছে, বিরোধী দলনেতা যাঁকে টুলু মণ্ডল বলে দাবি করছেন, তিনি আসলে রাজ্য পুলিশের ASI সুব্রত বটব্যাল। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, সুব্রত বর্তমানে মুখ্যমন্ত্রীর ডিরেক্টর অব সিকিউরিটিতে কর্মরত রয়েছেন।

শুভেন্দু অধিকারীর ট্যুইটকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে রাজ্য পুলিশের তরফে পোস্টে লেখা হয়েছে, সম্মানহানীর উদ্দেশ্যেই সামাজিক মাধ্যমকে ব্যবহার করে এধরনের গুজব ছড়ানো হচ্ছে। 

 

Comments are closed.