বৃহস্পতিবারের পর শুক্রবারও। কেন্দ্রের চুক্তি ভিত্তিক সেনা কর্মী নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে দেশ জুড়ে চলছে তুমুল বিক্ষোভ। বিহার, হরিয়ানা সহ বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি অগ্মিগর্ভ। বিক্ষোভকারীদের সব থেকে বেশি রোষের মুখে পড়েছে রেল। শুক্রবারও দেশের একাধিক জেলায় ট্রেন অবরোধের ঘটনা ঘটেছে। এদিনও বিহারের বেশ কিছু স্টেশনে ট্রেনে ভাঙচুর চালানোর পাশপাশি ট্রেনে আগুন লাগিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। অগ্নিগর্ভ পরিস্থিতির আচঁ এসে পড়ল এবার হাওড়া-কলকাতায়। লাগাতার বিক্ষোভের জেরে হাওড়া-কলকাতার একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের যাত্রা পথও সংক্ষিপ্ত করা হয়েছে।
হাওড়া এবং কলকাতার যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে, সেগুলো হল, নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-পাটনা জনশতাব্দী, হাওড়া-দেরাদূন উপাসনা এক্সপ্রেস। এছাড়াও রয়েছে কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, জশিডি-কিউল প্যাসেঞ্জার ট্রেন। এদিন বিকেলে পূর্ব রেলের তরফেও একাধিক ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে। ট্রেনগুলো হল, ভাগলপুর-আনন্দবিহার বিক্রমশীলা এক্সপ্রেস, মজফরপুর জনসেবা এক্সপ্রেস, বাঁকা-রাজেন্দ্রনগর ইন্টারসিটি এক্সপ্রেস।
আসানসোল-ঝাঝা প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন, মালদহ টাউন-কিউল ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রাপথ কাটছাঁট করা হয়েছে। জয়নগর-হাওড়া এক্সপ্রেস গন্তব্যে না গিয়ে কাহেলগাঁওয়ে থেমে যাবে। সাহিবগঞ্জ-ভাগলপুর স্পেশাল ট্রেন যাবে করমতলা পর্যন্ত। এছাড়াও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, জামালপুর-সাহিবগঞ্জ প্যাসেঞ্জার, হটিয়া-পটনা পাটলিপুত্র এক্সপ্রেস, বর্ধমান-হটিয়া মেমু এক্সপ্রেস এবং রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন।
Comments are closed.