ঠিক পুজোর মুখে আগামী শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। নিম্নচাপের প্রভাবে শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে। দু’দিনই সব জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এই নিম্নচাপটি তেমন শক্তিশালী না-হলেও দক্ষিণবঙ্গে দু’দিন কিছুটা প্রভাব ফেলবে। তবে পুজোর দিনগুলিতে নিম্নচাপ তৈরি হবে কিনা, এখনও তা পরিষ্কার করেনি আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে তাই কয়েকদিনের মধ্যে আরও একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা কমে যাবে।
কয়েকদিন আগে পুজোর সময়কার প্রথম পূর্বাভাস জারি করা হয়েছিল আবহাওয়া দফতরের পক্ষ থেকে। তাতে প্রাক পুজোর দিনগুলির তুলনায় সপ্তমী থেকে একাদশী পর্যন্ত সময়ে গোটা রাজ্যে বৃষ্টি কমবে বলে জানানো হয়েছিল। আবহাওয়াবিদরা বলছেন, কোনও নিম্নচাপ না থাকলেও পুজোর সময়েও রাজ্য থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা কম। বর্ষা বিদায় নেওয়ার পরেও তার প্রভাব আবহাওয়া মণ্ডলে কয়েকদিন থেকে যায়। ফলে পুজোর সময় মাঝেমধ্যে বৃষ্টি হতেই পারে। তবে সেই মাত্রার বৃষ্টি উৎসবের আনন্দকে মাটি করবে না।
কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর আন্দামান সাগর হয়ে মায়ানমার উপকূল পর্যন্ত বিস্তৃত আছে।
Comments are closed.