ইউরোপ, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ধাঁচে কলকাতাকে ক্রুজ পর্যটন কেন্দ্র গড়ার উদ্যোগ নিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। লাক্সারি ক্রুজে বিভিন্ন স্থানে ঘুরতে পারবেন যাত্রীরা। কলকাতা থেকে ইস্কন মন্দির, হাজারদুয়ারী ও বারাণসী যাওয়া যাবে। আপাতত তিনটি ক্রুজ টার্মিনাল গড়ে তোলার প্রকল্প নেওয়ার কথা জানিয়েছেন কেওপিটি চেয়ারম্যান বিনীত কুমার। হুগলি নদীর তলা দিয়ে কলকাতা থেকে হাওড়া পর্যন্ত একটি টানেল তৈরী করার উদ্যোগ নিয়েছে কেওপিটি।
বিনীত কুমার জানিয়েছেন, সব মিলিয়ে ৬৬ কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় খিদিরপুরে ৩২ একর জমিতে নদীপাড় সৌন্দর্যায়ন করা হবে। খিদিরপুর ডকের কাছে ইন্ডেঞ্চারড মেমোরিয়ালের জেটি থেকে আগেই কলকাতা-বারাণসী ক্রুজ পরিষেবা চালু আছে। কিন্তু কোভিডের কারণে গত দুবছর বন্ধ আছে সেই ক্রুজ। মেরিন হাউজের কাছে একটি জেটি এবং আউটরাম ঘাটের জেটি আগামী এক মাসের মধ্যে নতুন করে তৈরি হবে, যা ক্রুজ পরিষেবা চালানোর কাজে ভাড়া দেওয়া হবে। সব মিলিয়ে ৬৬ কোটি টাকার প্রকল্প নির্মাণের পরিকল্পনা করেছি, যার ৩০-৪০% কেওপিটি বহন করবে।
Comments are closed.