কলকাতা ছাড়াও মা ক্যান্টিন শুরু হবে রাজ্যজুড়ে
করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন শহরে মা ক্যান্টিন খুলতে চলেছে সরকার
মায়ের স্নেহকে প্রতীক করে গরিব এবং প্রান্তিক পরিবারের মুখে অন্ন তুলে দিতে মমতা ব্যানার্জি চালু করেছিলেন ‘মা ক্যান্টিন’। ভোটের ঠিক আগে শুরু হয় এই প্রকল্প। মূলত কলকাতার বিভিন্ন জায়গায় এই ক্যান্টিন চালু হয়। যেখানে পাঁচ টাকায় ডিম-ভাত পাওয়া যায়।
করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন শহরে মা ক্যান্টিন খুলতে চলেছে সরকার। এর জন্য প্রতিটি পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।
২০২১ র ১৫ ফেব্রুয়ারি কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে মা ক্যান্টিন চালু হয়। পুরসভার উদ্যোগে তা শুরু হয়েছিল। প্রকল্প ঘোষণার কয়েকদিনের মধ্যেই সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে। এবার সেই ক্যান্টিন চালু হবে বিভিন্ন জেলা শহরে।
এই প্রকল্পের জন্য মমতা ব্যানার্জি বাজেট বরাদ্দ করছিলেন ১০০ কোটি টাকা। আগামী দিনে সেই বাজেট বাড়তে পারে বলে জানিয়েছে পুর দফতর। ভোটের সময় সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল এই প্রকল্প। নতুন করে সরকার গঠনের পর প্রকল্পটি রূপায়ণে ফের উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী।
মা ক্যান্টিন নিয়ে নতুন পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, মমতা ব্যানার্জির এই প্রকল্প রূপায়ণ করাই আমার অন্যতম কাজ। আমি সেইমতো শহরাঞ্চলে মা ক্যান্টিন চালুর জন্য উদ্যোগ নিতে বলেছি। এর জন্য পুর দফতরের অফিসারদের সঙ্গে বৈঠকও হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব জেলা শহরগুলিতে পর্যায়ক্রমে তা চালু হয়ে যাবে।
এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য ছিল মাত্র ৫ টাকায় ভাত, ডাল, সবজি সহ ডিমের কারি সরবরাহ করে প্রান্তিক এবং গরীব মানুষের খাদ্য সংস্থান ঘটানো।
Comments are closed.