মাধ্যমিকে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিল পর্ষদ। এবার থেকে অ্যাপের মাধ্যমে পর্ষদের অফিসে বসেই সব পরীক্ষা কেন্দ্রের ওপর নজর রাখার পরিকল্পনা নিয়েছেন পর্ষদের আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পরীক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিরা নিজেদের ফোনে ওই বিশেষ অ্যাপ ডাউনলোড করে রাখবেন। পরীক্ষা কেন্দ্রের খুঁটিনাটির রিয়েল টাইম আপডেট দেবেন পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিকরা। আর তা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে পর্ষদের অফিসে।
পর্ষদ কর্তাদের মতে, এই অ্যাপের মাধ্যমে পরীক্ষা চলাকালীন রাজ্যের প্রান্তিক অঞ্চলের স্কুলগুলির লাইভ আপডেট পাবে পর্ষদ। যার ফলে টোকাটুকি, প্রশ্ন ফাঁস বা পরীক্ষা কেন্দ্রে কোনও রকমের ঘটনা ঘটলে দ্রুত পর্ষদ সেটার ব্যবস্থা নিতে পারবে। পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার দায়িত্বে থাকা চার ধরণের আধিকারিকদের নিজেদের ফোনে এই অ্যাপ ডাউনলোড করে রাখতে হবে। আঞ্চলিক আধিকারিক, জেলার আহ্বায়ক, সেন্টার সেক্রেটারি, ভেনু সুপারভাইজারদের এই অ্যাপ ডাউনলোড করতে হবে। পর্ষদ সূত্রে খবর, ১২ ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরো বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তাদের বোঝানো হবে। এবং সেই সঙ্গে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি অ্যাপটিকে কীভাবে ব্যবহার করতে হবে, তা নিয়ে পর্ষদ একটি ট্রেনিং ক্যাম্পের আয়োজন করেছে।
Comments are closed.