প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারেও জেলার জয়জয়কার। যুগ্মভাবে প্রথম হয়েছেন দুই ছাত্র। 693 পেয়ে বাঁকুড়ার অর্ণব ঘড়াই ও পূর্ব বর্ধমানের রৌণক মন্ডল প্রথম হয়েছেন।
দ্বিতীয় স্থানে মালদার কৌশিকী সরকার। তাঁর প্রাপ্ত নম্বর 692। প্রথম দশে আছেন বাংলার 114 জন পড়ুয়া। কলকাতা থেকে শ্রুতর্ষি ত্রিপাঠী 690 পেয়ে চতুর্থ স্থান পেয়েছেন। কলকাতা পাঠভবন থেকে চতুর্থ শ্রুতর্ষি ত্রিপাঠি। 690 পেয়ে চতুর্থ হয়েছেন চারজন। পঞ্চম স্থানে আছেন 11 জন। পঞ্চম স্থানাধীকারীদের প্রাপ্ত নম্বর 689। ষষ্ঠ স্থানে আছেন 6 জন। ষষ্ঠ স্থানাধীকারীদের প্রাপ্ত নম্বর 688।
সপ্তম স্থানে আছেন 10 জন। সপ্তম স্থানাধীকারদের প্রাপ্ত নম্বর 687। অষ্টম স্থানে 22 জন। অষ্টম স্থানাধীকারীদের প্রাপ্ত নম্বর 686। নবম স্থানাধীকারীদের প্রাপ্ত নম্বর 685।
দশম স্থানে 40 জন। তাঁদের প্রাপ্ত নম্বর 684।
মার্চ মাসের 16 তারিখ শেষ হয়েছিল 2022 সালের মাধ্যমিক পরীক্ষা।শুক্রবার সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করে পর্ষদ। পর্ষদের তরফ থেকে বক্তব্য রাখেন কল্যাণময় গাঙ্গুলি।
এই বছর ছাত্রের থেকে বেশি পরীক্ষার্থী ছিলেন ছাত্রী। কিন্তু পাশের হারে এগিয়ে ছাত্ররা। সবথেকে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুর জেলায়। কলকাতা, কালিম্পং, পশ্চিম মেদিনীপুরে পাশের হার 94 শতাংশেরও বেশি। পাশের হারে দ্বিতীয় কালিম্পং।
Comments are closed.