মে মাসের ১৯ তারিখ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছিল। তবে ফলাফল নিয়ে সাধারণত অনেক পরীক্ষার্থীর নানান অভিযোগ থাকে, প্রাপ্ত নম্বর নিয়ে অনেকেই অসন্তুষ্ট থাকেন। তাঁদের জন্য রিভিউ এবং স্ক্রুটিনির সুযোগ দেওয়া হয়। পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল, জুন মাসে রিভিউয়ের জন্য তারিখ জানিয়ে দেওয়া হবে। সেই মতো পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে রিভিয়ের দিন জানিয়ে দেওয়া হয়েছে।
পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার ৯ জুন বেলা ১১টা থেকে শুরু করে ১৫ জুন রাত ১২টা পর্যন্ত অনলাইনে রিভিউয়ের জন্য আবেদন করা যাবে। পর্ষদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই নির্দিষ্ট সময়ের পরে রিভিউ আবেদনের জন্য আর কোনও সময় পাবে না পরীক্ষার্থীরা। সেই সঙ্গে আবেদনের জন্য একটি পোর্টালের লিঙ্কও দেওয়া হয়েছে। যেখানে আবেদনকারীরা তাঁদের আবেদন জমা দিতে পারবেন।
প্রসঙ্গত, আগামী বছর লোকসভা ভোটের কারণে মাধ্যমিক পরীক্ষার দিন এগিয়ে এনেছে পর্ষদ। ২০২৪-এ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
Comments are closed.