ড্রোন হামলা থেকে প্রাণে বাঁচলেন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরো

ভয়াবহ ড্রোন হামলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের ৮১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কুচকাওয়াজে ভাষণ দেওয়ার সময় শুক্রবার তাঁর ওপর এই ড্রোন হামলা হয়। মাদুরো নিজে অক্ষত থাকলেও, গুরুতর জখম হয়েছেন সাত জন সেনা জওয়ান। হামলার কয়েক ঘন্টা পরে এক টেলিভিশন ভাষণে নিজেকে সুস্থ বলে জানান ভেনেজুয়েলার রাষ্ট্রপতি। পাশাপাশি এই হামলার জন্য মাদুরো সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন কলম্বিয়ার রাষ্ট্রপতি হুয়ান ম্যানুয়েল সান্তোসের বিরুদ্ধে। কয়েক মাস আগেই ভেনেজুয়েলায় দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি নির্বাচিন হন মাদুরো। মাদুরো সরকারের বিরোধিতায় গঠিত ‘অপারেশন ফিনিক্স’ গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, একবার চেষ্টা ব্যর্থ হলেও অচিরেই অপারেশন মাদুরো সাফল্য পাবে। ড্রোন হামলার কয়েক ঘন্টা বাদে টেলিভিশনে ভাষণ দেন মাদুরো। জানান, তাঁর ওপর হামলার চেষ্টা নতুন নয়, কিন্তু তিনি সুস্থ আছেন।

Leave A Reply

Your email address will not be published.