মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনই, সুপ্রিম কোর্টে শিবসেনা, সমালোচনায় বিরোধীরা

অবশেষে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল। রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারি কেন্দ্রীয় সরকারকে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষেই সুপারিশ করে পাঠিয়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভাও সেই সুপারিশেই অনুমোদন দেয়। বিকেলে রাষ্ট্রপতি ভবন থেকে রাষ্ট্রপতি শাসন জারির কথা জানানো হয়।

এদিকে শিবসেনা এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে চলেছে। তার আগে দুপুরেই শিবসেনা সুপ্রিম কোর্টে এক আবেদনে জানিয়েছে, রাজ্যপাল সরকার গড়ার ব্যাপারে তাদের যথাযথ সময় দেননি। তারা ৩ দিন সময় চেয়েছিল, কিন্তু রাজ্যপাল মাত্র একদিন সময় দিয়েছেন। তৃতীয় একক বৃহত্তম দল এনসিপিকে সরকার গড়ার জন্য মঙ্গলবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তার আর কোনও গুরুত্ব রইল না এখন।

এদিকে রাষ্ট্রপতি শাসন জারির প্রতিবাদ করেছে শিবসেনা, এনসিপি, কংগ্রেস। সকলেরই বক্তব্য, রাজ্যপাল বিজেপির হাতে খেলেছেন। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, রাজ্যপালের ভূমিকা অত্যন্ত লজ্জাজনক। তাঁর এনসিপি এবং শিবসেনাকে সরকার গড়ার জন্য আরও বেশি সময় দেওয়া উচিত ছিল।

Comments are closed.