লক্ষ্মীর ভাণ্ডারের ঘট মাথায় নিয়ে গোটা রাজ্যে বাড়ি বাড়ি ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়েছে মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে তারা বাড়ি বাড়ি যেতে শুরু করেছে। জলপাইগুড়ির ময়নাগুড়িতে এই অভিনব কায়দায় ভোটপ্রচারে নেমেছে মহিলা তৃণমূল কংগ্রেস। তাঁদের সঙ্গে থাকছে লক্ষ্মীর ভাণ্ডারের ঘট।
ময়নাগুড়ি ব্লক তৃণমূলের কার্যালয় থেকে কিছুদিন আগে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীর ভাণ্ডারের ঘট প্রদান করা হয়। যেখানে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের জলপাইগুড়ি জেলার সভাপতি নুরজাহান বেগম। লোকসভা ভোটে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে প্রচার শুরু করে দিয়েছে।
তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলিকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে। এবার লক্ষ্মীর ভাণ্ডারের ঘট মাথায় নিয়ে তারা জলপাইগুড়ি আসনের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে ভোটপ্রচারে বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন মহিলারা। পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের প্রকল্পগুলিও তাঁরা তুলে ধরছেন।
Comments are closed.