উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল মহুয়া দাসকে। তাঁর পদে আনা হল অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্যকে। বর্তমানে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপচার্য পদে রয়েছেন। তাঁকে শীঘ্রই কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর।
চলতি বছর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সময় ধর্ম নিয়ে মন্তব্যের জেরে মহুয়া দাসকে অপসারণ করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার সময় মূল্যায়নের ভিত্তিতে সম্ভাব্য প্ৰথম হওয়া ছাত্রীর ধর্মীয় পরিচয় দিয়ে বিতর্কে জড়ান তিনি।
এরপরই তাঁর পদত্যাগের দাবিতে সংসদের দফতরের সামনে বিক্ষোভ দেখান শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরাও। শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিয়েছিলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। বিধাননগর দক্ষিণ থানায় তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগও আনা হয়।
চলতি বছর মূল্যায়নের ভিত্তিতে হওয়া মাধ্যমিকে পাশের হার ছিল ১০০%. কিন্তু উকমাধ্যমিকে পাশের হার ১০০% ছিল না। এই নিয়ে জেলায় জেলায় শুরু হয় বিক্ষোভ কর্মসূচী। এরপর স্কুলগুলিকে তাঁদের পাঠানো নম্বর আরেকবার খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। এরপর ঘোষণা করা হয় উচ্চ মাধ্যমিকেও পাশের হার ১০০%. মনে করা হচ্ছে এই দুই কারণেই তাঁকে অপসারণ করা হল। সংসদ সভাপতি হিসাবে চার বছর কাজ করবেন চিরঞ্জীব ভট্টাচার্য।
Comments are closed.