টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। বিভিন্ন মিটিং, মিছিলে জড়ো হওয়ার জন্য টাকা দিচ্ছে গেরুয়া বাহিনী। নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিয়েছে? প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
একটি টুইটে তিনি জানান, বিজেপির অভিযোগের ভিত্তিতে মমতাদিকে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু তৃণমূলের তরফে তুলে ধরা ভিডিও প্রমাণ আছে যে, ভোট কেনার জন্য বিজেপি প্রার্থী টাকা বিলি করছেন। তবুও নীরব কমিশন! শেষে মহুয়ার কটাক্ষ, ভদ্রমহোদয়গন নিরপেক্ষতার মুখোশটুকু অন্তত পরুন!
Mamatadi issued notice by @ECISVEEP on @BJP’s complaint
What about TMC complaints of
1. Video evidence of BJP candidate distributing cash
2. Cash coupons distributed to attend BJP mtng & voteGentlemen – at least keep up the farce of impartiality!
— Mahua Moitra (@MahuaMoitra) April 7, 2021
তারকেশ্বরে সংখ্যালঘুদের উদ্দেশে বার্তা দেওয়ার জন্য নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব তলব করেছে মমতার। সেই ইস্যুতেই এবার মহুয়া মৈত্রীর সরাসরি কটাক্ষের মুখে কমিশন।
Comments are closed.