Mahua Moitra: ‘সঠিক’ কথা বলার জন্য ক্ষমাপ্রার্থী, সংবাদমাধ্যমকে দু পয়সার প্রেস বলে ‘দুঃখপ্রকাশ’ মহুয়া মৈত্রর

নিম্নমানের দুঃখজনক সঠিক কথা বলার জন্য ক্ষমাপ্রার্থী। এভাবেই গয়েশপুরে সংবাদমাধ্যমকে নিয়ে মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন মহুয়া মৈত্র। ট্যুইটারে আবার একে তিনি তাঁর ‘মিম এডিটিং স্কিল’ বলে বর্ণনা করেছেন।
নদিয়ার গয়েশপুরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে সংবাদমাধ্যমকে ‘দু পয়সা’র বলে উল্লেখ করেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর এই মন্তব্যে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। বিবৃতি দেয় কলকাতা প্রেস ক্লাব।


কিন্তু সোমবার মহুয়া মৈত্রের সোশ্যাল মিডিয়া স্টেটাস এবং হোয়াটসঅ্যাপ ডিপি থেকে সাফ বুঝিয়ে দেন যে, তিনি মোটেই ক্ষমাপ্রার্থী নন এমন একটা মন্তব্য করার জন্য। পরে চাপের মুখে ট্যুইটে ক্ষমা চাইলেও তাঁর মন্তব্যকে ভুল বলে মানতে নারাজ ওই তৃণমূল সাংসদ। সোমবার এক ট্যুইটে তিনি লেখেন, ‘আই অ্যাপোলোজাইজ ফর দ্য মিন হার্টফুল অ্যাকিউরেট থিংস আই সেড।’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘নিম্নমানের দুঃখজনক সঠিক কথা বলার জন্য আমি ক্ষমাপ্রার্থী।’ অর্থাৎ তিনি ঠিক মন্তব্য করেও ক্ষমা চাইছেন বলে বোঝাতে চান তৃণমূল সাংসদ। সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্যুইটে একটি দু’ পয়সার ছবিও জুড়ে দেন।
মহুয়ার এই ‘মিম’- এর মাধ্যমে ক্ষমা চাওয়া নিয়ে ফের বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।

Comments are closed.