সাধারণ মানুষের আরও কাছে পৌঁছতে এবার WhatsApp-এও চ্যানেল খুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বুধবার জনপ্রিয় ম্যাসেজিং App-এ চ্যানেলটি খুলেছেন মমতা ব্যানার্জি। তৃণমূলের প্রথম Whatsapp চ্যানেল খুললেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি।
কয়েক দিন আগেই Whatsapp-এ চ্যানেল খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক দিনের মধ্যেই প্রধানমন্ত্রীর চ্যানেলের ফলোয়ারের সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়েছে।
কয়েক দিন আগেই নতুন এই ফিচার যোগ করেছে Whatsapp। শুরুর পর থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে ফিচারটি।
এটি একধরনের একমুখী ব্রডকাস্টিং চ্যানেল। চ্যানেলটি যিনি তৈরি করবেন, তিনি সহজেই বাকিদের ছবি, ভিডিও, বার্তা পাঠাতে পারবেন। চ্যানেলটি ফলো করলেই সেগুলো দেখা যাবে।
ইতিমধ্যেই বহু তারকাও এই চ্যানেল খুলেছেন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাঁদের অনুগামীর সংখ্যাও। উল্লেখ্য, ট্যুইটার, ফেসবুকের মতো সামাজিক মাধ্যমগুলোতে সক্রিয় মুখ্যমন্ত্রী। এবার তিনি Whatsapp নতুন ফিচারের মাধ্যমেও জনসংযোগে জোর দিলেন।
Comments are closed.